আইন-শৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষণে জনসাধারণের সাথে মতবিনিময়- khulna tv

আইন-শৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষণে জনসাধারণের সাথে মতবিনিময়

বাংলাদেশ

মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ রবিবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নড়াইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নড়াইল সদর থানাধীন হবখালী, মাইজপাড়া ও শাহাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করলেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল। 

 
পুলিশ সুপার মহোদয় সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও নির্বাচনী বিধিমালা মেনে পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এছাড়া তিনি যে কোনো সমস্যায় বিট অফিসার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৯৯৯ এ যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। 


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ শওকত কবির, ডিবি ও জেলা পুলিশের অন্যান্য সদস্যসহ হবখালী, মাইজপাড়া ও শাহাবাদ ইউনিয়নের জনসাধারণ।

খুলনা টিভি

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.