১. ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেললেন কারন, তিনি-
ক) কুকুরটির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন খ) কুকুরটির দুর্দশা সইতে পারছিলেন না
গ) অতি নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন
নিচের কোনটি সঠিক
i)ক ও খ ii) খ ও গ iii) ক ও গ iV) ক,খ ও গ
২. কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকালগুলি সেই, আজ আর নেই।
উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক) দেশপ্রেম খ) স্মৃতিকাতরতা গ)স্নেহকাতরতা ঘ) অমরত্বের আকাঙ্খা
৩. জীবন সঙ্গীত কবিতায় কবি মানবজীবনকে বৃথা বলতে চান নি কারন-
ক) মানবজীবন সাফল্যে পরিপূর্ণ খ) মানবজীবন তাৎপর্যময় গ) মানুষের অনেক দায়িত্ব রয়েছে
নিচের কোনটি ঠিক?
i)ক ও খ ii) খ ও গ iii) ক ও গ iV) ক,খ ও গ
৪. সমরের কথায় পল্লিজননী কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে?
ক) স্নেহের আকুলতা খ) বেয়াড়াপনা গ) অন্যায় আবদার ঘ) মাতৃভক্তি
৫. উদ্দীপকের মা ও পল্লিজননী কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে-
ক) মাতৃসত্তার প্রকৃত সত্য খ)স্বার্থের বাড়াবাড়ি গ) সন্তানের প্রশান্তি
নিচের কোনটি ঠিক?
i)ক ও খ ii) ক ও গ iii) খ ও গ iV) ক,খ ও গ
৬. আমারো ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে- কী জানতে পেরেছে?
ক) ঝাড় দিয়ে ধুলা দুর করা খ) পৃথিবীকে চামড়া দিয়ে মুড়ে দেোয়া গ) পানি দিয়ে ধুলা ধুয়ে ফেলা ঘ) চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা
৭. ঝর্ণার গান কবিতায় বর্ণিত ‘ফটিক জল’ কী?
ক) পানি খ) পাখি গ) পরী ঘ) নদী
৮. ‘সেই দিন এই মাঠ’ কবিতার মুলভাব কী?
ক) মানব সভ্যতার পরিণতি খ) প্রকৃতির সৌন্দর্য নশ্বর গ) জীবাত্মা রহস্যময় ঘ) প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী
৯. চর্যাপদের পান্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
ক) বাঙলাদেশ খ) ভারত গ) নেপাল ঘ) শ্রীলঙকা
১০. ‘স্বধীনতা’ এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় ‘লাল সালু’ বেঁধে কারা এসেছিল?
ক) কৃষক খ) ছাত্র গ) শ্রমিক ঘ) মজুর