নড়াইলের কালিয়ায় যুবককে কবজি কেটে বিচ্ছিন্ন অভিযুক্ত যুবলীগ নেতা ও তাঁর

কালিয়ায় যুবককে কবজি কেটে বিচ্ছিন্ন অভিযুক্ত যুবলীগ নেতা ও তাঁর সহযোগী গ্রেফতার

বাংলাদেশ

খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলের কালিয়ায় সারাফাত শেখ নামে এক যুবকের কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করার ঘটনায় থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ৫১জনকে আসামি করে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে আহত যুবকের বড় ভাই লায়েক শেখ বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলার চাঁচুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌরুত মোল্যাসহ ৫০জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদের মধ্যে মামলার অন্যতম আসামি যুবলীগের সাবেক নেতা তৌরুত মোল্যা ও তার সহযোগি কাতেবার মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা তৌরুত মোল্যা তার সহযোগি কাতেবার মোল্যাকে আটক করে পুলিশ। এরপর রোববার (১২ ফেব্রুয়ারি) তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলমান বিরোধের জেরে ধারালো অস্ত্রের কোপে সাফায়েত শেখ ওরফে সারাফ শেখ (৪২) নামে একজনের বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে প্রতিপক্ষরা। একই সঙ্গে ডান হাতের কবজি ও দুই পা কেটে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করেছে হামলাকারীরা।

এ সময় সারাফের সহোদর ফুল মিয়া শেখ (৫০),শামীম শেখ (২৭), লোকমান হোসেন (৩৫) ও পলাশ (২৭) নামে আরও চারজন কুপিয়ে মারাতœক জখম করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রপুর গ্রামে মহাসীন মোল্যা ও রবিউল মোল্যা গ্রুপের সঙ্গে আতাউর মৃধা ও লায়েক শেখ গ্রুপের বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হাতের কবজি ও পা বিচ্ছিন্ন হওয়া ওই যুবক উপজেলার চাঁচুড়ী বাজারের একটি পরিবহন কাউন্টাররম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.