সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ: পৃথিবী গোলাকার মানুষ চক্রাকার আঁকা বাঁকা পথ বেয়ে করে পারাবার; আদি অন্ত নেই মানুষের ব্যবহার আসা যাওয়া করে শুধু জীবন তার। মানুষ মানুষের জীবন জীবনের কথার কথা বলা চোখের চোখে দেখা অনন্ত প্রেমের মায়া থাকে সকলের সোজা পথ নাহি ভাই আছে আঁকা-বাঁকা।
দূরে বহুদূরে অনন্ত অনন্তকালে চক্রাকারে ঘুরিতেছে জীবন আড়ালে নীলাভ আকাশ শূন্যে পৃথিবীর স্থলে জীবন প্রদীপ নিভিয়ে যায় সকলে।
বাতাসের গতি বেগ কতখানি জানি হৃদয়ের গতি বেগ ততখানি বেশি! আকাশ পাতাল ভেদি তবুও দেখিনি মনের পিঞ্জরে বাঁধিয়া আশায় আছি। সবুজ পাহাড়ে আমি কতবার ঘুরি, পাথরে পিচ্ছিল পথে যদি যায় পড়ি হঠাৎ রাখিবে ধরিয়া শক্ত হাত ধরি চোখের পলকে শুধু অনুভব করি।
সত্যের নি:শ্বাস শুধু উদয়-বিলয় উঠিবে পড়িবে শ্বাস গহীন হৃদয়; সীমাহীন সীমানা অন্তহীন রেখায় রাখিবে তুমি চোখের পাতায় পাতায়। আমি যদি আকাশ তুমি হবে পৃথিবী অরন্যে রোধন যেন হরিণী মায়াবী চঞ্চল বায়ুময় ধেয়ে আসে পূরবী অজেয় অমর তুমি আমার গৌরবী।
স্বর্গ-মর্ত্য-পাতালেতে আকাশ বাতাস চতুর্দিকে ছড়াবে তোমারই সুবাস সমুদ্রের জলরাশি সৈকতে আবাস পরিণামে যেন নাহি হয় সর্বনাশ। আবার আসিব ফিরে তোমার দুয়ারে ডাকিব প্রিয়তমা রাতের অন্ধকারে; তখনি ঘুমিয়ে আছ রাত জাগা ভোরে সুমধুর গানে গানে দেখিবে আমারে।
পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণে সংবাদ, পৌঁছে যাক চারদিক গৌরবের স্বাদ; তোমার আমার যেন ভালোবাসা সাধ কিছুক্ষণের জন্য বিদায় সাধুবাদ। রচনাকাল : রবিবার জুলাই ২৫, ২০২১ খ্রি স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি জেলা।
খুলনা টিভি /khulnatv