কেশবপুরে ডেল্টা লাইফের বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত!
কেশবপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণ-গ্রামীন বীমা ডিভিশন ত্রিমোহিনী ইউনিটের বিশেষ উন্নয়ন সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে কেশবপুরস্থ ত্রিমোহিনী ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ভিপি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব হাসান সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তা মজুহার আলী ও শিক্ষিকা নূর নাহার নূরী প্রমুখ।
কেশবপুর, যশোর (আব্দুস সালাম)