কেশবপুরে বাল্যবিবাহ পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন khulna tv

কেশবপুরে বাল্যবিবাহ পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন!

বাংলাদেশ

কেশবপুরে বাল্যবিবাহ পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন!

কেশবপুরে বাল্যবিবাহ পরিস্থিতি বিষয়ে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে প্রকল্প অফিসে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত কত্তব্য পাঠকালে, দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার বলেন, ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৪ বছর মেয়াদি উপজেলার ১৮ টি গ্রামের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের নিয়ে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম চালিয়ে আসছে।

প্রকল্পটির কার্যক্রম সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ন বাল্যবিবাহ পরিস্থিতি। বাল্যবিবাহ হ্রাসকল্পে উঠান বৈঠক, আভিভাবক, শিক্ষার্থী, ইউপি সদস্য, চেয়ারম্যান, শিক্ষক, এসএমসি কমিটির সদস্য ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সচেতনতা বৃদ্ধিমূলক সভা করা হয়েছে।

প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি চলমান রয়েছে। নারীদের সাবলম্বি করতে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকার অনেক বাল্যবিবাহ ইতি মধ্যে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সহযোগিতায় হ্রাস করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বক্তব্য রাখেন।

– আবদুস সালাম,কেশবপুর ,যশোর-

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.