আজ বিকাল আনুমানিক ৫ঃ২০ মিনিটের দিকে খুলনার বাস্তুহারা সংলগ্ন মোড়ে সংঘর্ষ ঘটে মোটর বাইক ও অটোর।আহত ছেলেটির বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। অটো এসে তাকে বেপরোয়া ভাবে আঘাত করে। ছেলেটি প্রাথমিক অবস্থায় সুস্থ থাকলেও কিছুক্ষণের ভেতরেই সেন্সলেস হয়ে পড়ে।
যথারিতি উৎসুক জনতা ঘটনা ভীড় করে দেখা ছাড়া তেমন কোন ভূমিকাই রাখে নাই।একজন মহিলা তৎক্ষনাৎ পাশের ফার্মেসি থেকে প্রাথমিক ঔষধ কিনে এনে ছেলেটির ব্লিডিং বন্ধ করে দেয়। একজন মানবাধিকার সাংবাদিক হিসাবে ঘটনাস্থলে উপস্থিত থাকায় ছেলেটিকে আবু নাসের হসপিটালে ভর্তি করি।তার নাম জানা যায় শুভ।পরে তার পরিবারকে ফোন করে হসপিটালে আসতে বলা হয়।
অটোটির ছবি তুলতে চেষ্টা করেছিলাম। কিন্তুু অদ্ভুত ব্যাপার হলো অটোটির কোন নাম বা লাইসেন্স নাম্বার ছিলো না।ভীড়ের ভেতরে সে আকস্মিক ভাবেই পালিয়ে যেতে সক্ষম হয়। ” নিরাপদ সড়ক চাই” শুধুই আন্দোলন আর সেমিনারে সীমাবদ্ধ। যেখানে প্রত্যেকে তার নিজস্ব জায়গা থেকে সচেতন নন,কারো জীবনের এই অযাচিত দূর্ঘটনা সম্পর্কে সবাই এখন অনিশ্চিত।