মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ বে-সরকারি উদ্যোগে ও অর্থায়নে পরিচালিত রহমানিয়া এলিমেন্টারি স্কুল ( EIIN :- 118485), গ্রাম ও ডাকঘর : পায়গ্রামকসবা, উপজেলা : ফুলতলা, জেলা : খুলনার জন্য মাধ্যমিক পর্যায়ে পাঠদানে নিম্নোক্ত বিষয় সমূহে ১ জন করে দক্ষতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হবে।
১) ইংরেজী ( অনার্সসহ মাস্টার্স )
২) গণিত ( অনার্সসহ মাস্টার্স )
৩) বাংলা ( অনার্সসহ মাস্টার্স )
৪) ব্যবসায় শিক্ষা ( অনার্সসহ মাস্টার্স )
৫) কৃষি শিক্ষা ( কৃষি ডিপ্লোমা )
৬) শারীরিক শিক্ষা ( বিপিএড )
৭) লাইব্রেরীয়ান ( সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা )
আগ্রহী প্রার্থীদের সভাপতি বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, সকল পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ইং তারিখের মধ্যে উল্লেখিত ঠিকানায় পৌছাতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ইং, শুক্রবার সকাল ১০ টায় স্কুলে অনুষ্ঠিত হবে। আগ্ৰহী প্রার্থীদেরকে সকল সার্টিফিকেটের মূল কপিসহ উপস্থিত হতে হবে।
বি:দ্র: অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিবন্ধনকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিস্তারিত:- 01791 – 16 27 78 সভাপতি
তথ্য সূত্র : খুলনা টিভি ।