কেশবপুর(যশোর) প্রতিনিধি-যশোেেরর কেশবপুরে ভোগতি গ্রামের খোয়া ভাঙ্গা শ্রমিক মোঃ শওকত আলীর ছেলে মোঃ নাঈম হোসেন ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।
সে হতদরিদ্র পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে ৩য় তম সন্তান। তার বয়সের বড় ২টি বোন ও ছোট ২টি বোন রয়েছে।
মোঃ নাঈম হোসেন যশোর বোর্ডের অধীন কেশবপুেেরর বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালেরর জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন কওে এই কৃতিত্ব অর্জন করেছে। সে সমাজের ধনাঢ্য ব্যাক্তিদের কাছে আর্থিক সহযোগিতা ও সকলের কাছে দোয়া প্রার্থী।
কেশবপুর(যশোর) প্রতিনিধি-মোঃ আব্দুস সালাম