শুভ মন্ডল-কয়রা, খুলনা সংবাদ দাতা: খুলনা জেলার অন্তর্গত উপজেলা গুলোর মধ্যে কয়রা উপজেলা একটি অন্যতম উপজেলা । খুলনা জেলা সদর থেকে স্থলপথে যে রাস্তা দিয়ে সরাসরি কয়রা উপজেলা সদরে পৌঁছাতে হয় ।সেই রাস্তাটি হল কয়রা- পাইকগাছা রোড । কয়রা থেকে খুলনা যেতে হলে সর্বপ্রথম একটি ব্রিজ পার হতে হয় ।সেটি হলো কয়রা সেতু বা চাদালি ব্রিজ নামে পরিচিত।
এই গুরুত্বপূর্ণ ব্রিজটির উত্তর পার্শ্বে বেশ কয়েকটি জায়গায় রাস্তা ধস নেমেছে ।
সেখানে যেয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান এখানে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে এখানকার বালি বৃষ্টির পানিতে ধুয়ে অন্য স্থানে নিয়ে চলে যাওয়ায় ব্রিজের উত্তর পাশে রাস্তায় ধস নেমেছে।
তারা জানায় যদি দ্রুত এটা প্রতিরোধ না করা হয় তাহলে স্থানীয়রা সহ কয়রা থেকে পাইকগাছা খুলনা সহ বিভিন্ন জায়গায় স্থল পথে যেতে ব্যাপক বাধার সৃষ্টি হবে ।এবং গাড়িচালকরা বলেন ভারী কোন মালবাহী ট্রাক বা যানবাহন চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু কে মুঠোফোনে ফোন করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
খুলনা টিভি/khulnatv