মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে বালু বহনকারী ড্রাম ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে স্থানীয় বিআর লাইসিয়াম স্কুলের পি- ওয়ানের ছাত্রী আজরা আদিবা (৫) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রাকে চাপা দেয়ার পর কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আজরা আদিবা গাংনী থানাপাড়ার ইনামুল হকের মেয়ে।
জানা গেছে, ছাত্রী আজরা আদিবা স্কুল শেষে মায়ের সাথে বাজারে যায়। গাংনী বাস স্ট্যান্ডে ইজিবাইক থেকে নামলে বালু বহনকারী একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হয় আদিবা। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটির উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।