মোঃ রানা মোল্লা: খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান করাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে,
০৬/১১/২০২১ খ্রিঃ তারিখ ০৬.৩০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজারস্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে জনৈক বজলুর রহমানের আইডিয়াল নামক ফার্মেসীর সামনে থেকে আসামী
১। মোঃ আঃ জব্বার (২৩), পিতা- ওদুদ মোল্যা, মাতা- আনোয়ার বেগম, সাং- ইত্যা,
২। মোঃ রাকিব হাসান (২১), পিতা- আঃ মজিদ মোল্যা, মাতা- লিপি বেগম, সাং- রাজবাড়িয়া, উভয় থানা- মনিরামপুর, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজতে হতে সর্বমোট ৩০+২০=৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক,
০৬/১১/২০২১ তারিখ সন্ধ্যা ০৬.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং-০৮, তারিখ- ০৬/১১/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করেন।