তেরখাদা প্রতিনিধিঃ আজ ২৮ অক্টোবর২০২১ খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের হাড়িখালী পল্লী সমাজে কিশোর ও পুরুষ শ্রেণির অংশগ্রহনে মেন এন্ড বয়েজ ওরিয়েন্টেশন নামে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।
পাশাপাশি পল্লী সমাজের পিছিয়ে থাকা, দরিদ্র নারী সদস্যদের নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়। মেন এন্ড বয়েজ ওরিয়েন্টেশন কিশোর ও পুরুষ যারা আছে তারা তাদের মাঠের ও বাইরের কাজের পাশাপাশি কিভাবে ঘরে নারীর কাজে সাহায্য করতে পারে বিশেষ করে সংসারে যদি প্রতিবন্ধী নারী মা,বোন থাকে তবে সেক্ষেত্রে এই মিটিং এর উদ্দেশ্যের প্রয়োগ বলার অপেক্ষা রাখেনা।
পাশাপাশি নারীর গুরুত্ব বাড়বে, সহিংসতা কমে আসার পাশাপাশি নারীর সম্মান ও শান্তি ফিরে আসবে। কমে আসবে নারী ও পুরুষের বৈষম্য। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির সহকারী অফিসার লিপি বিশ্বাস। এ সময়ে আরো উপস্থিত ছিলেন হাড়িখালী পল্লী সমাজের সভাপ্রধান সাবেক ভাইস চেয়ারম্যান সামিমা নাসরিন।
অন্য সদস্য সফিনা বেগম,সীমা,শিরিনা,সালমা,নাছিমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ওরিয়েন্টেশন ও মিটিং আয়োজন করে ব্র্যাকেরসামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি দ্বারা পরিচালিত হাড়িখালী ১৬ নং পল্লী সমাজ। সভায় করোনার টিকা গ্রহণ এবং বাল্য বিবাহ বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।