তেরখাদায় ডাকাতির ২৪ ঘন্টা পার হলেও নতুন কোন আসামি আটক হয় নাই khulna tv

তেরখাদায় ডাকাতির ২৪ ঘন্টা পার হলেও নতুন কোন আসামি আটক হয় নাই, রহস্য জনক কারনে হয়নি থানায় মামলা

খুলনা বিভাগ

মোঃ রহমতুল্লাহ : গত ইংরেজি ২৪/৯/২০২১তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার দিকে তেরোখাদা দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী বাদশা মিয়ার বাড়ি,একদল সংঘবদ্ধ ডাকাতদল। ডাকাতির উদ্দেশ্যে গেলে তনু মোল্লা সেটি দেখে ফেলে।

ডাকাতদল প্রথমে তনু মোল্যর মুখ কস টেপ দিয়ে বেঁধে ফেলে। পরবর্তীতে তনু মোল্লার চিৎকার শুরু করলে ডাকাতদল পালানোর সময় মাহমুদ মোল্লা তাদের রাস্তা প্রতিরোধ করলে ডাকাত দলের এক সদস্য তার মাথায় ছুরিদারা আঘাত করে।

পরবর্তীতে এলাকাবাসীর হাতে এক ডাকাত ধরা পড়ে। এলাকাবাসী তাকে পুলিশের হাতে সোপর্দ করে। আটকের 24 ঘন্টা পার হলেও নতুন কোন ডাকাত সদস্য আটক হয় নাই এবং থানায় কোন ধরনের মামলা রেকর্ড হয় নাই।

মামলার বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি দৈনিক চৌকস পত্রিকাকে জানান থানায় এ ধরনের কোনো মামলা হয় নাই। ডাকাত দলের নতুন কোনো সদস্য আটক না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম অনিশ্চয়তায় আছে।

এলাকাবাসী বাকি ডাকাতদের দ্রুত আটক পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

খুলনা টিভি/khulnatv

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.