বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃবটিয়াঘাটার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সাথে তার কার্যালয় বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ গতকাল সোমবার বিকাল ৫ টায় এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বটিয়াঘাটা উপজেলার সার্বিক পরিস্থিতি বর্ননা করেন।
এসময় উপজেলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বটিয়াঘাটা প্রেসক্লাব সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সৌজন্য স্বাক্ষাত কালে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সহকারী কমিশনার ভুমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মজিবুর রহমান, ইউপি সদস্য বিএম মাসুদ রানা, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস ( দৈনিক সংবাদ ও আমার একুশ) সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম (শাহীন) দৈনিক বাংলার খবর ),
প্রেসক্লাব সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল ( দৈনিক নওয়াপাড়া) হিরামন মন্ডল সাগর ( দৈনিক খুলনা ও আজকের পত্রিকা), অমলেন্দু বিশ্বাস ( দৈনিক অনির্বাণ ও শ্যাম বাজার), রতন কুমার সাহা( দৈনিক ভোরের ডাক) যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন ( দৈনিক রাজপথের দাবী), শাহীন বিশ্বাস ( দৈনিক দেশের কন্ঠ), সোহরাব হোসেন মুন্সি ( দৈনিক তথ্য ও চৌকস), সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন (দৈনিক সংযোগ বাংলাদেশ) কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম দৈনিক কালান্তর), দপ্তর সম্পাদক রেজাউল করিম( দৈনিক সমাজের কথা), আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহেল রানা ( দৈনিক সমকাল ও গ্রামের কাগজ) তথ্য বিষয় সম্পাদক তানভীর রহমান শাওন, সাংবাদিক অজিত রায় ( রাজ পথের দাবি), রুবেল গোলদার ( দৈনিক খুলনা টাইমস) তুরান হোসেন রানা ( দৈনিক প্রবাহ), মিরাজ হোসেন হানিফ ( বিবিসি ৭১). আরিফুজ্জামান দুলু ( চ্যানেল ৩), মোঃ রনি বিশ্বাস (খুলনা পোস্ট) সৌজন্য স্বাক্ষাতের শুরুতেই বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচছা জানান হয়।সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল
রুবেল গোলদার ( দৈনিক খুলনা টাইমস) তুরান হোসেন রানা ( দৈনিক প্রবাহ), মিরাজ হোসেন হানিফ ( বিবিসি ৭১). আরিফুজ্জামান দুলু ( চ্যানেল ৩), মোঃ রনি বিশ্বাস (খুলনা পোস্ট) সৌজন্য স্বাক্ষাতের শুরুতেই বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচছা জানান হয়।সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল