খন্দকার সাইফুল নড়াইলঃ মসজিদ কমিটির সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় কামরুল শেখ (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০জুন) সকালে সাড়ে ছয়টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় আরো ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে।
কামরুল পুরুলিয়া গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। স্থানীয় চাচুড়ি বাজারে সে জুতার ব্যাবসা করতো। আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়ায় উপজেলার পুরুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি ছিলেন শাহাদত সর্দার।
গত একমাসে আগে তাকে পরিবর্তন করে কিসলু শেখকে সভাপতি করে মুসল্লিরা। এর জের ধরে গত শুক্রবার (২৪জুন) জুম্মার নামাজের পর সবুর শেখ এবং নয়ন সরদারের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিমিয় হয়। এরপর থেকেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
এর রেশ ধরে আজ (৩০জুন) সকালে ফজরের নামাজের পর নয়ন সরদারের সমর্থকরা অপর গ্রুপের প্রধান সবুর শেখ সহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় কামরুলের ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে। তাকে বাচাতে কামরুলের দুই ভাই জাকির শেখ (৫০) ও ইমরুল শেখ (৩৫) এবং চাচাতো ভাই মানসুর শেখ (৪০), মঞ্জুর শেখ (৩৪) ও চাচা সবুর শেখ (৬০) কে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুল শেখ কে মৃত ঘোষনা করেন। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বাংলানিউজকে বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মসজিদ কমিটির পদ ও আর্থিক হিসাব নিয়ে এমন ঘটনা খুবই ন্যাক্কারজনক।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জামাল হোসেন নামের ১জনকে আটক করেছে।