মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইল জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।
সালামী গ্রহণ এবং পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সকল পুলিশ সদস্যদের যথা নিয়মে ইউনিফর্ম পরিধান, নিয়ম অনুযায়ী সরকারি মালামাল গ্রহণ ও সরকারি মালামাল যত্নের সহিত ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স) জনাব এস. এম. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার কর্মকর্তাগণ ও রিজার্ভ ইন্সপেক্টর(আরআই), নড়াইলসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।