পাইকগাছায় অবরুদ্ধ কিশোরীকে উদ্ধার করলো আনসার ও ভিডিপি khulna tv

পাইকগাছায় অবরুদ্ধ কিশোরীকে উদ্ধার করলো আনসার ও ভিডিপি

খুলনা বিভাগ

মোঃ জিয়াউদ্দীন নায়েব: খুলনার পাইকগাছা উপজেলার পল্লিতে ছেলের বাড়িতে অবরুদ্ধ থাকা অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছে আনসার ও ভিডিপি। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াছিটিবুনিয়া গ্রামে।

জানা যায়, বুধবার সকালে চাঁদখালীর কাটাবুনিয়া গ্রামের বাবুরাম গাইন এর অপ্রাপ্ত বয়স্ক ৯ম শ্রেণি পড়ুয়া কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তাহ খানেক আগে থেকেই ছেলের বাড়িতে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন,

ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, ইউনিয়ন লিডার রাজিয়া সুলতানা ও ভিডিপি সদস্য আব্দুস ছামাদ গাজী অভিযান চালিয়ে একই উপজেলার পার্শ্ববর্তী কৈয়াসিটিবুনিয়া গ্রামের মধু সরদারের ছেলে বিকাশ সরদার এর বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতে ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ছেলে ও মেয়ের বয়স যথেষ্ট কম থাকায় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে উভয়পক্ষ থেকে তিনি অঙ্গীকার নামায় স্বাক্ষর নেন এবং মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেন।

Khulna TV

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.