মোঃ জিয়াউদ্দীন নায়েব: খুলনার পাইকগাছায় বিয়ের জন্য পালিয়ে আসা কপোত কপোতীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেছে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনসহ তার সঙ্গীয় ফোর্স।
অভিযোগে জানা যায়, রবিবার দুপুরে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগমের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য আব্দুস সামাদ গাজী অভিযান চালিয়ে,
ভুয়া কাজী পৌর সদরের বাতিখালীর মৃত আব্দুল মতলেব ফকিরের পুত্র এসএম সলিমুল্লাহর বাড়ি থেকে আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মোঃ গোলাম রসুলের পুত্র মোঃ মাসুম বাদশা এবং পাইকগাছা উপজেলার শাহপাড়ার আঃ আলিম গাজীর অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ভুয়া বিয়ের সময় অবৈধ নোটারীর কাগজসহ হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাজির করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক ছেলে ও মেয়ের বয়স যথেষ্ট কম থাকায় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে তাদের উভয়ের অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন এবং ভবিষ্যতে এই ধরণের অবৈধ নোটারীতে জড়িত হবেন না মর্মে ভুয়া কাজী সলিমুল্লাহর নিকট থেকেও মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
খুলনা টিভি/khulna tv