কয়রা উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে পুশকৃত ৪০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে। কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হকের নেতৃত্বে আজ ২৬ই জুন সকাল ১০ টায় কয়রা উপজেলার অভিযান চালিয়ে …
বিভিন্ন ঘের থেকে আহরন কৃত ৪০ কেজি বাগদা চিংড়িতে অপদ্রব্য পূশকৃত অবস্থায় হাতে নাতে উপজেলার মদিনাবাদ গ্রামের নুরুল ইসলাম কারিগরের ছেলে সাজিদুল ইসলাম(৩২) নামের একজনকে আটক করেছে।
এ বিষয়ে সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক জানান আটককৃত ব্যক্তি নিজ বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পূশ করছিলেন এমতবস্থায় হাতে নাতে তাকে আটক করি এবং অপদ্রব্য মিশ্রিত পুশকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করি।
পরবর্তীতে জব্দকৃত মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে এবং আটক ব্যাক্তির নিকট থেকে মৎস ও মৎস পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযান কালে মেরিন ফিসারিজ কর্মকর্তা(এসসিএমএফপি) বিদ্যুৎ বিশ্বাস, ক্ষেত্র সহকারী ও অফিস স্টাফ মহিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
Khulna TV