পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি নাবি তাজিমা মৃত্যু
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাবি তাজিমা মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১৭ বছর। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কিকাইতের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
১৯০০ সালের ৪ আগস্ট জন্ম নেওয়া তাজিমা গত জানুয়ারি মাস থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সাত ছেলে, দুই মেয়ে রেখে গেছেন রয়েছে। তাদের পরিবারে নাতি-পুতিসহ ১৬০ সদস্য রয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে জ্যামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর নাবি তাজিমা বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারীর স্বীকৃতি পান। ওই সময় জাপানের টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গানের সুরে সুরে হাত নাচাচ্ছেন তাজিমা।
যুক্তরাষ্ট্রভিত্তিক জেরনটলজি রিসার্চ গ্রুপ জানায়, তাদের কাছে থাকা তথ্যানুযায়ী, এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের রাজধানী টোকিওর দক্ষিণে কানাগাওয়া এলাকার সিয়াও মিয়াকো। শিগগিরই তিনি ১১৭ বছরে পা দেবেন।
এপ্রিলের শুরুর দিকে জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তাজিমাকে বিশ্বের বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির।
২০১৩ সালে মারা যাওয়া ১১৬ বছর বয়সী জিরিওমোন কিমুরাসজসহ জাপানের বেশ কয়েকজন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায় রয়েছেন। গত বছর দেশটির সরকার জানায়, সেখানে প্রায় ৬৮ হাজার মানুষ ১০০ বছর বয়সী।
সূত্র: বিজনেস ইনসাইডার।