ফিলিপাইনের ম্যানিলায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৪ !
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত চার জন। এছাড়া আহত হয়েছেন ২৩ জন। রোববার স্থানীয় সময় সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট, ওয়াশিংটন পোস্ট।ম্যানিলার অগ্নিব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে আগুন লাগে ম্যানিলা প্যাভিলিয়ন নামের হোটেলটিতে। অগ্নিকাণ্ডের সময় সেখানে তিনশরও বেশি লোক ছিলেন বলে জানা গেছে। যাদের বেশিরভাগই বেরিয়ে আসতে সক্ষম হন। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ম্যানিলা শহরের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জনি ইউ জানান, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চার জন মারা গেছেন। যাদের মধ্যে দুজন হোটেলের কর্মী। আটকা পড়ার পর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, হোটেলটির ২১তলায় প্রথমে আগুন লাগে।এর আগে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায়ই ফিলিপাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৫ সালে ম্যানিলার কাছাকাছি এলাকায় একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭২ জন। ২০১৭ সালের ডিসেম্বরে ডাভাও শহরে ঘটা অন্য একটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৮ জন।