সাপের দংশনে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টার সময় নিজ বাড়িতে সীমন্ত সাহা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়। সে বটিয়াঘাটা হাটবাটি গ্রামের বটিয়াঘাটা বাজারের জুতা ব্যবসায়ী বিজয় সাহার একমাত্র ছেলে। সীমন্ত সাহা ঘরে খাটের উপরে বসে পা ঝুলিয়ে দিয়ে বসে ছিলেন।
বিষধর সাপ তার পায়ের বুড়ো আঙ্গুলে দংশন করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে প্রথমে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে খুলনা মেডিকেল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ মৃত্যুর খবর শুনে তার সহপাঠীরা তাকে শেষ বিদায় জানানোর ছুটে আসে। অন্য দিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি এই বর্ষা মৌসুমে বিভিন্ন নদ নদী থেকে উঠে আসা বিষধর সাপের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যে কারণে অকালে প্রান গেলো কলেজ পড়ুয়া ছাত্রের।