ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাগেরহাট জেলার সুন্দঘুনা গ্রামের ষাটগম্বুজ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের স্কুল পড়ুয়া দুই ছাত্রী
জান্নাতি ও আদরীর নিখোঁজ ঘটনায় গত এক মাসেও সন্ধান মেলেনি।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের
উদ্বেগ-উৎকণ্ঠা এখনো কাটেনি।
তাদের আশঙ্কা নিখোঁজ শিশুরা পাচার চক্রের হাতে পড়েছে কিনা এই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবার।
জানা যায়, গত মাসে ইং- ২৯/০৮/২০২১ তারিখে জান্নাতি খাতুন (১৪) নানার বাড়ির উদ্দেশ্যে ও আদুরী খাতুন (১৩) বাড়ির সামনে রাস্তায় ঘুরতে বের হয়। এরপর তারা, আর বাড়ি ফিরে আসেনি। ফলে অভিভাবকদ্বয় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক পৃথকভাবে দুটি জিডি করেছে। যার নাম্বার ১৫২৩ ও ১৫২৪ তাং ৩১/০৮/২০২১ইং।
এদিকে পুলিশ গত একমাসেও হারিয়ে যাওয়া স্কুলপড়ুয়া দুই শিশু কন্যাকে উদ্ধার করতে পারেনি।
ভুক্তভোগী পরিবার প্রশাসন সহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহযোগিতা কামনা করেছেন। তাদের দাবি যদি কোন সহৃদয় ব্যক্তি শিশুকন্যাদের সন্ধান পান তাহলে নিন্মে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
কোমেলা মোবাঃ ০১৭২৯-৪৬৫৫৪৮ ও শাহাজান মোবাঃ ০১৪০৭-৪২৩৩৫৪।
অথবাঃ ০১৭২৮-৩২০৪৯৯
প্রয়োজনে বাগেরহাট জেলা ও থানা পুলিশের সাথে যোগাযোগ করুন।