জুরাইস ইসলাম : মেহেরপুরে গাংনীতে আসিফ হোসেন নামের এক ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
নকল সিগারেট রাখার দ্বায়ে এই কারাদন্ড প্রদান করেন। আজ বৃহষ্পতিবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাজমুল আলম এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে প্রকাশ, গাংনীর নওপাড়া বাজারের বিশ্বাস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আসিফ হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানে নকল ও রাজস্ব প্রদানের সীল ছাড়াই বিভিন্ন প্রকার সিগারেট মজুদ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে রক্ষিত নকল সিগারেট ধ্বংস করা হয় ।
জরিমানা ৩০ হাজার টাকা পরিশোধ করেলে ভ্রাম্যমান কারা দন্ড থেকে অববহতি দেন। অভিযানে সহায়তা করেন র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টীম।