মেহেরপুর প্রতিনিধি জুরাইস ইসলাম: হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯বছর পর মিজানুর রহমান মজনু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান মজনু মেহেরপুরের গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদর উদ্দিন সাহার ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, ২০১২ সালে গাংনীর র্যাব-৬ এর একটি দল গাংনী বাজার এলাকায় অভিযান চালিয়ে পানের দোকানদার মিজানুর রহমান মজনু র্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে দেহ তল্লাশী পর তার কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ এর (১) এর টেবিলের ১(ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। আসামী পক্ষের কৌশলী ছিলেন, মিয়াজান আলী ও রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন কাজী শহিদুল ইসলাম।
খুলনা টিভি/khulna tv