যা পাবেন আসুসের নতুন জেনবুকে ।
তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস বাংলাদেশের বাজারে এনেছে আসুস জেনবুক ফ্লিপ এস (ইউএক্স ৩৭০) মডেলের নতুন ল্যাপটপ। ১০ দশমিক ৯ মিলিমিটার পাতলা ও ১ দশমিক ১ কেজি ওজনের ল্যাপটপটির ডিসপ্লে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে ব্যবহার করা যায়। অর্থাৎ এটিকে পছন্দমতো ঘুরিয়ে ট্যাবলেট আকারে ব্যবহার করা যাবে।
জেনবুক ফ্লিপ এসের প্রায় বেজেলহীন ফুলএইচডি ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ইনটেলের অষ্টম প্রজন্মের কোর আই ৭-এর প্রসেসর, ১৬ গিগাবাইট ডিডিআর-৪ র্যাম এবং ৫১২ গিগাবাইট এসএসডি রয়েছে এতে। নোটবুকটিতে আরও আছে ব্যাকলিট কি-বোর্ড, গ্লাস কভার্ড টাচ প্যাড ও ফিঙ্গার প্রিন্ট রিডার।
ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ সাড়ে ১১ ঘণ্টা। এটি ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত, যা মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ পর্যন্ত চার্জ করে নিতে পারে। নোটবুকটিতে দেওয়া আছে জেনুইন-উইন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেম। নোটবুকটি স্টাইলাস সমর্থিত। এতে এইচডিএমআই, ইউএসবি ৩.১, ও টাইপ-সিসহ একটি মিনি ডক। নোটবুকটির দাম ১ লাখ ৫১ হাজার টাকা।