যশোরে র‌্যাব-৬ এর অভিযানে ০১ জন ভিকটিম উদ্ধার

যশোরে র‌্যাব-৬ এর অভিযানে ০১ জন ভিকটিম উদ্ধার

খুলনা বিভাগ

খুলনা টিভি ডেস্ক : গত ১৯/১১/২০২১ তারিখ শরীয়তপুর জেলার জাজিরা থানার এসআই (নিঃ) অপু বড়ুয়া অধিনায়ক, র‌্যাব-৬, লবণচরা, খুলনা বরাবর, জাজিরা থানার মামলা নং-০২/২৫৮ তারিখঃ ০১/১১/২০২১ ইং, জিআর নং-২৫৮/২০২১, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৮ এর আসামী গ্রেফতার পূর্বক ভিকটিম উদ্ধারের জন্য একটি অধিযাচন পত্র দাখিল করেন।

উক্ত অধিযাচন পত্রের প্রেক্ষিতে গত ২০/১১/২০২১ ইং তারিখ রাত অনুমান ২৩.৪৫ ঘটিকায় যশোর জেলার অভয়নগর থানাধীন, ধূল গ্রামস্থ জনৈক শাহিন খাতুন(৪০) এর বসত-বাড়ি হইতে ভিকটিম মোসাঃ ছামিরা আক্তার ছাদিয়া(২৭), স্বামী-জামাল রাড়ী, সাং-রাড়ী কান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর’কে উদ্ধার করেন।

পরবর্তীতে ভিকটিম’কে শরীয়তপুর জেলার জাজিরা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

খুলনা টিভি

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.