এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু মেয়ে অসুস্থ থাকায় তাকে নিয়ে ঢাকায় ফিরেছেন দলের অন্যতম ভরসা সাকিব আল হাসান।
দুবাইতে বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশের টিম হোটেলে থাকা কন্যা আলাইনা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় সাকিব আল হাসান তাকে রেখে যেতেই ঢাকায় এসেছেন।
আফগানিস্তান ম্যাচের আগেই সাকিবের দুবাই যাওয়ার কথা রয়েছে। অবশ্য আজ (সোমবার) আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারানোয় বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই চলে যায় এশিয়া কাপের সুপার ফোরে।