সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রধানমন্ত্রীর উপহারের আবাসন প্রকল্পের ঘর নিয়ে ব্যপক দুনীতির প্রমান মিলেছে। খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামে ৩৬টি আবাসন ঘর নির্মাণ কাজ চলছে। সরজমিনে দেখা যাচ্ছে,
যে ঘর গুলো নির্মান হচ্ছে তাতে কোন সারি-কাঠ না দিয়ে ছোট ছোট চারাগাছের বাকল দিয়ে ঘরের কাঠাম /ফ্রেম নির্মাণ করা হচ্ছে যা অতি অল্প সময়ে নষ্ট হয়ে যাবে অথবা সামান্য ঝড়ে পুরা ঘরের চালা উড়ে যেতে পারে ।
ঢালাই কাজে ব্যবহার হচ্ছে ৬টা বালুর সাথে একটি সিমেন্ট। এই বিষয় নিয়ে পিআইও জনাব সোহেল রানার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অশোভন আচারন করে।
এলাকা বাসীর দাবি যে, সরকার ভুমি-হীনদের জন্য অনেক কিছু করছে কিন্তু এই সমস্ত অসাধু সরকারি কর্মকর্তাদের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে ও চলমান উন্নয়ন থমকে যাচ্ছে এমতবস্থায় এলাকাবাসী সহ গন্যমান্য ব্যাক্তিদের দাবী এসমস্ত কতিপয় অসাধুদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করে সরকারের চলমান উন্নয়নকে ত্বরান্বিত করা হোক।