আমার বোনের আত্মা কষ্ট পাচ্ছে আর ঘুমানোর সময় নাই -সাব্বির হোসেন !
মৃত্যুর পরে সমবেদনা ও কষ্টের ফুলঝুড়ি পড়ে আকাশে বাতাসে কিন্তু আমরা যদি মৃত্যুর পূর্বেই রুখে দাঁড়িয়ে গর্জে উঠি তাইলে তো এত মৃত্যুর মিছিল দেখতে হয় না।
মানুষ চিন্তা চেতনায় এখন আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। নিজের উচ্ছ্বাস, উল্লাস আর নিজের মতো করে ব্যাপকভাবে প্রকাশ করতে পারে না। রাস্তাঘাটে পথে প্রান্তে কখন কোন বিপদের সম্মুখীন হয় তা ভাবনার বাইরে। ঘরের বাইরে বের হয়ে একজন মানুষ যে নিরাপদে ঘরে ফিরে আসবে তার কোন নিশ্চয়তা নেই। চারপাশে পশুত্বের ছড়াছড়ি। অদৃশ্য দুর্ঘটনার হাতছানি প্রতিনিয়ত। বেচারা প্রাণটা নিয়ে নির্মোহ বেঁচে থাকার প্রয়াসে মানুষজন আজকাল আত্মকেন্দ্রিক হয়ে গেছে বহুলাংশে। হয়ে পড়ছে অসামাজিক। নিজেকে গুটিয়ে নিয়ে নিজেকে নিয়েই ব্যস্ত থাকছে সব সময়। অনেকটা নিজে বাঁচলে বাপের নাম টাইপের। যার ফলে এখন আর একজনের বিপদে অন্য আরেকজন এগিয়ে আসছে না। কিংবা সম্মিলিতভাবে মানুষ এখন আর সৃষ্টির আনন্দে মেতে উঠছে না। এই আত্মকেন্দ্রিকতা, এই অসামাজিকতা আমাদের বিপজ্জনক এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।
সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার পূর্বে , আগুন, রোড একসিডেন্ট , ধর্ষণ অসহায় মা বোনের আত্ম চিৎকার….আর কত?
আর কত টুকু হারালে আমরা সচেতন হব। জেগে উঠুন সব জায়গা থেকে সচেতন হউন নিজেদের অধিকার রক্ষায়।
(আপনি জেগে উঠলে দেশ জেগে যাবে )
মো : সাব্বির হোসেন
( তথ্য ও প্রযুক্তি বিষিয়ক সম্পাদক – খুলনা বিভাগ )
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।