ইউপি চেয়ারম্যান নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলার ৪১ জন ইউপি চেয়ারম্যান নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি : খুলনায় গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে সোম ও মঙ্গলবার ০২ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নূরী তাসমিন ঊর্মির সঞ্চালনায় ৪১জন ইউপি চেয়ারম্যান এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য প্রকল্প পরিচিতির পর বড়দলে আলোচনার মাধ্যমে গ্রাম আদালত, গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, ফৌজদারী ও দেওয়ানী মামলার পার্থক্যসহ গ্রাম আদালতের উদ্দেশ্য ও সুবিধা নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

Khulna Tv

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.