খান সাহেব কোমর-উদ্দীন ডিগ্রি কলেজ, কয়রা, খুলনা একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজ থেকে প্রতিবছর উচ্চ-শিক্ষার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকেন বহু মেধাবী শিক্ষার্থী। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতিতে ড. চয়ন কুমার বিশ্বাস( অধ্যক্ষ, খান সাহেব কোমর-উদ্দীন ডিগ্রি কলেজ) কে সভাপতি এবং জনাব আমির আলী গাইন (চেয়ারম্যান, আমাদী ইউনিয়ন) কে প্রধান অতিথি করে গত ০৮.০৬.১৯ তারিখ রোজ শনিবার কলেজ মিলনায়তনে এক রিইউনিয়ন এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উজ্জ্বল সরকারকে( কুয়েট)কে সভাপতি এবং ইবাদুল ইসলাম বাদল( খুলনা বিশ্ববিদ্যালয়) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব খান সাহেব কোমর-উদ্দীন কলেজ( USAKSKC)। সংগঠনটির প্রধান উদ্দেশ্য হিসাবে উল্লেখ করা হয় বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং প্রতিবছর কলেজ মিলনায়তনে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল সেমিনার। সংগঠনের অনান্য সদস্যবৃন্দ হিসাবে নিসাবে নির্বাচিত হয়েছেনঃ-
১। সহ- সভাপতি -মোঃমারুফুজ্জামান এবং ইয়ামিন।
২। যুগ্ম-সাধারন সম্পাদক -রাজু এবং মোঃ মাসুদ করিম।
৩। সাংগঠনিক সম্পাদক – মোঃ মামুন হোসেন । সহ- গঠনিক সম্পাদক-মাহমুদুল হাসান এবং মোঃআল-আমিন।
৪। প্রচার বিষয়ক সম্পাদক – আল-শাহারিয়ার । সহ- প্রচার বিষয়ক সম্পাদক-স্বাক্ষর বাছাড়।
৫। কোষাধ্যক্ষ – মোঃ আছাফুর রহমান । সহ-কোষাধ্যক্ষ – কারিমুল।
৬। দপ্তর সম্পাদক – কৌশিক মন্ডাল । সহ- দপ্তর সম্পাদক – প্রত্যুষ বাওয়ালী।
৭। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – মোঃ শারাফুল ইসলাম । সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – জয় ।
৮। ক্রিড়া বিষয়ক সম্পাদক – মোঃ তৌহিদুজ্জামান । সহ- ক্রিড়া বিষয়ক সম্পাদক – পার্থ ।
৯। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – জয় সরকার । সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – ফাহাদ ।
১০। পর্যটন বিষয়ক সম্পাদক – আল – মামুন হোসেন ।
স্টাফ রিপোর্ট : সাব্বির হোসেন (খুলনা টিভি)