নড়াইলে এস,এম, সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের উদ্বোধন করেন মাশরাফি
খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলে এস,এম, সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার মাছিমদিয়ায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম ,ছায়েদুর রহমান, অবসর প্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল,ইঞ্জিঃ বিশিষ্ট সমাজসেবক শৈলেন্দ্রনাথ সাহা,এস, এম, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ক্রিড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু,
এস,এম, সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি ও পৌর আওয়মীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ স্ইাফুল ইসলাম,আওড়িয়া ই্উনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কলেজের শিক্ষক -শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করে।