ওয়ার্নারের দুঃসময়ে সাহস যোগাতে পাশে মোস্তাফিজ
আইপিএলে বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদে। সে সময় দলটির অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার ডেভিড ওয়ার্নার। মোস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ ছিলেন ওয়ার্নার। তাকে বুঝতে বাংলা ভাষা পর্যন্ত শিখেছিলেন হায়দরাবাদের এই অধিনায়ক। বাংলাদেশ সফরে এসেও মোস্তাফিজকে পরামর্শ দিয়েছিলেন। সেই বন্ধুপ্রতীম মানুষটির এখন দুঃসময় চলছে। তাই পাশে দাঁড়ালেন মোস্তাফিজ। সমবেদনা জানালেন ওয়ার্নারকে।
আরো পড়ুন: ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোস্তাফিজ লিখেছেন, ‘ডেভিড ওয়ার্নার মানেই আমার কাছে হাসি হাসি মুখের একজন মানুষ। এ মানুষটি সবাইকে অনুপ্রেরণা যোগান। এবং ভালো কিছু করার জন্য সব সময় উৎসাহ দেন। আপনার এখনকার অবস্থা মেনে নেয়া খুব কঠিন। দয়া করে আপনি ভেঙে পড়বেন না। মনোবল শক্ত রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন। আইপিএলের এবারের আসরে আপনাকে এবং আপনার পথনির্দেশনার অভাব অনুভব করব..।
তথ্য সূত্র : মোস্তাফিজের টুইট থেকে নেয়া