খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলে ওআরসিডি বিজনেস ম্যানেজম্যেন্ট কলেজের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। আজদুপুরে সদরের বাশঁগ্রাম ইউনিয়নের দারিয়াপুরে নবীন বরন অনূষ্ঠানে কলেজেরপ্রতিষ্ঠাতা অষ্টেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশবিদ্যালয়ের অধ্যাপকডক্টর এফ এম আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ওআরসিডি বিজনেসম্যানেজম্যেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষাঅফিসার এনামুল কবির, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, এ্যাডভোকেট উত্তমকুমার ঘোষ,বেগ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইকরামুল হাসান বেগ সহ আরোঅনেকে।
কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর এ এফএম আমিরুল ইসলাম বলেন অত্র এলাকার জনগনকেআধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আমার এ ধরনের কলেজ প্রতিষ্ঠা করা।এবং এলাকার উন্নয়নে আরো কিছু করা গেলে আমার চেষ্টা অব্যাহত থাকবে।জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ ধরনের একটি গুরত্বপূর্নশিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি করার জন্য ও অন্যান্য যে সহযোগিতালাগবে সেটা করা হবে।সবশেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।