মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইলের কালিয়ায় কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, ইউএনও মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস ও কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ৬০ জন পাট চাষীর হাতে কৃষি প্রনোদনার পাট বীজ ও সার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মাদ হাবিবুর রহমান।
এরপর তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। এছাড়া সকাল ১০ টায় জেলা প্রশাসক উপজেলা চাচুড়ী ইউনিয়ন পরিষদে গনটিকাদান কর্মসূচীর ক্যাম্প পরিদর্শন করেন।