স্টাফ রিপোর্টার সাবির হোসেন : অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন হোল্ডিং নং-৬/৯, ১৫ নং দক্ষিণ টুটপাড়া, মহির বাড়ী ছোট খালপাড়, শরিফাবাদ মসজিদলেন মোঃ মেহেদী হাসান,রোহান শেখ(২৪) এর দক্ষিণমুখী ২য় তলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার পূর্ব পাশের রুমে থাকা আলমারীর মধ্য হইতে হতে ০১ টি রিভলবার এবং ০২ রাউন্ড গুলিসহ ০১ নং আসামী মোঃ মেহেদী হাসান,রোহান শেখ(২৪), পিতা-মৃত: গোলাম মোস্তফা@বাবুল শেখ, সাং-হোল্ডিং নং-৬/৯, ১৫ নং দক্ষিণ টুটপাড়া, মহির বাড়ী ছোট খালপাড়, শরিফাবাদ মসজিদ লেন, থানা-খুলনা’কে গ্রেফতার করা হয়েছে।
উক্ত আসামী কে জিজ্ঞাসাবাদে ভিত্তিতে খুলনা সদর থানাধীন হোল্ডিং নং-৬০/৪, দক্ষিণ টুটপাড়া, ওয়েষ্ট সার্কুলার রোডস্থ শফিউদ্দিন ফাতেমা জামে মসজিদের পূর্ব পাশে ০২ নং আসামী মোঃ ফয়সাল খান (২৬) এর দক্ষিণমুখী বসত ঘরের পূর্ব পাশের রুমের মধ্যে থাকা খাটের তোশকের নিচ হতে ০৬ (ছয়) রাউন্ড গুলিসহ ০২ নং আসামী মোঃ ফয়সাল খান(২৬), পিতা-মোঃ আমিনুজ্জামান খান, আমিন, সাং-রাতৈল, ঘোনাপাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-হোল্ডিং নং-৬০/৪, দক্ষিণ টুটপাড়া, ওয়েষ্ট সার্কুলার রোডস্থ মসজিদের পূর্ব পাশে, থানা-খুলনা’কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১ নাম্বার আসামী মোঃ মেহেদী হাসান@রোহান শেখ(২৪) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা, ০১ টি মারামারি, ০১ টি নারী ও শিশু নির্যাতন এবং ০১ টি পর্ণোগ্রাফি আইনে মামলাসহ সর্বমোট ০৫ টি মামলা রয়েছে এবং ০২ নাম্বার আসামী মোঃ ফয়সাল খান(২৫) এর বিরুদ্ধে ০২ টি হত্যা মামলা, ০২ টি অস্ত্র মামলা, ০২ টি ডাকাতির প্রস্ততি মামলা, ০২ টি মাদক মামলা, ০১ টি চাঁদাবাজির মামলা এবং ০৯ (নয়) টি মারামারি মামলাসহ সর্বমোট ১৮ টি মামলা রয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।