স্টাফ রিপোর্ট: যখন হজরত ইবরহীম বলল, ‘হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। দোয়ার প্রেক্ষাপট: হযরত ইব্রাহীম (আ.) নিজ এবং তাঁর সন্তানদেরকে মূর্তিপূজা থেকে রক্ষার্থে অর্থাৎ তাদেরকে শিরকমুক্ত রাখতে আল্লাহর নিকট এরূপ প্রার্থনা করেন।
সূরা ইবরাহিম – ১৪:৩৫গত ৬ /৭ মাস আগে ঐ বাড়ীতে একজন মহিলা পাগল মত হয়ে যায় ঠিক ঐ সময় এক জন কবিরাজের কাছে যায় দোয়া আনতে তখন ঐ কবিরাজ একটি কোরআন শরীফের দোয়া লিখে দেন। দেওযার পর কবিরাজ বলেছেন তুমি যে রুমে থাকও সে রুমের দরোজায় টানিয়ে রাখবে।
কিন্তু দুঃখ জনক বিষয় হলো এই যে ইসলামের মূল কিতাব কোরআন শরীফের আয়াত মূর্তি পুজার পায়ের নিচে টানানো আছে। ঘটনা টি ঘটেছে ১৫নং ফুলহরি ইউনিয়ন, ফুলহরি গ্রামে, শ্রী বাসুদেব বিশ্বাস পিতা শ্রী পুল্লাদ বিশ্বাস, মাঝিপাড়া। সেখানে দেখা মিলল হিন্দুদের শ্রীকৃষ্ণর পায়ের নিচেই ইসলামের কোরআন শরীফের আয়াত।
কিন্তুু শৈলকূপার থানার প্রধান কর্মকর্তা ও তদন্ত ওসি সত্যতা শনাক্ত করেছেন। সে সাথে উপস্থিত ছিলেন ১৫নং ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ পরিষদের সদস্যবৃন্দ।