লবনচরা থানা প্রতিনিধি মোঃ রানা মোল্লা: খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে সর্বমোট ২০০+১০০=৩০০ (তিনশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ (দুই) জন গ্রেফতার।
জনাব মোহাম্মদ মাহবুব হাসান খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে
২৩/০৯/২০২১ খ্রিঃ তারিখ ১৮.২০ টার সময় মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন জলমা (খেয়াঘাট) গ্রামস্থ জনৈক সুজিত গাইন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ এনামুল হাওলাদার (২৪), পিতা-মৃত ফজলে হক হাওলাদার, মাতা-নুরজাহান বেগম, সাং-খারইখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট এ/পি-সাং-নবজলমা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা,
২। অসিত মজুমদার (২৮), পিং-মৃত মধুসূদন মজুমদার, মাতা-লক্ষী মজুমদার, সাং-জলমা (খেয়াঘাট), থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা ক গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ২০০+১০০=৩০০ (তিনশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা বের করে দেন।
এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ৩২/০৯/২০২১ তারিখ ১৮.৩০ টার সময় জব্দতালিকা করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে বটিয়াঘাটা থানার মামলা নং- ১০, তারিখ-২৩/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।
খুলনা টিভি / khulnatv