খুলনা টিভি নিউজ ডেস্ক: ৩০ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় একজন নাবালিকা(১৫) কেএমপি, খুলনার সদর থানাধীন রুপসা সন্ধ্যা বাজারে জুতা কেনার উদ্দেশ্যে বের হলে একজন দুস্কৃতিকারী কর্তৃক বিয়ের প্রলোভন দেখিয়ে উক্ত স্থান হতে কেএমপি, খুলনার সদর থানাধীন রুপসা ওয়াবদা ভেড়ীবাধ এলাকায় নিয়ে গত ইং ৩১/১০/২০২১ তারিখে উক্ত নাবালিকা ধর্ষণের স্বীকার হয়।
এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কেএমপি, খুলনার সদর থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-০১ তারিখঃ ০১/১১/২০২১ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ।
উক্ত মামলায় সম্পৃক্ত এজাহারভুক্ত পলাতক আসামী’কে গ্রেফতারে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জোরালো অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১/১১/২০২১ ইং তারিখ আনুমানিক ১৫.৪৫ ঘটিকায় কেএমপি, খুলনার সদর থানাধীন সাত রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী চয়ন ব্যাপারী(২১), পিতা-মোস্তফা ব্যাপারী, সাং-রুপসা বাসষ্ট্যান্ডের পাশে, থানা-খুলনা সদর, কেএমপি, খুলনা’কে ধৃত করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী’কে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।