মেহেরপুর প্রতিনিধি জুরাইস ইসলাম: গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৭০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের কাটনি পাটনি এবং কলকে। মেহেরপুরের বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম নিশিপুর ফরাজিপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার গ্রেপ্তারকৃতদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এরা হচ্ছে- বামন্দী নিশিপুর এলাকার মৃত আবদুল মতিনের ছেলে হাসিবুল ইসলাম শুভ(৩২), মনিরুল ইসলামের ছেলে রনি(২৪), মহিন উদ্দিনের ছেলে বসির আহম্মেদ(৩৫), নায়েব আলীর ছেলে আব্দুল হালিম(২১), জিল্লুর রহমানের ছেলে কাদুল(৩২), নসিব উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩৫) ও মৃত খোকনের ছেলে আকুল(১৮)।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, নিশিপুর ফরাজিপাড়ায় একদল যুবক মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
খুলনা টিভি/khulnatv