মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও অগ্নী নির্বাপন মোহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে এ র্যালি, আলোচনা সভা ও মোহড়া অনুষ্ঠিত হয়। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল “ মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জণ চক্রবর্তী, গাংনী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী প্রেসক্লাবের সহ-সভাপতি মজনুর রহমান আকাশ ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম স্যার। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তা ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এর আগে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে অগ্নী নির্বাপক মোহড়া অনুষ্ঠিত হয়। গাংনী মডেল সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং আগুন নেভানোর কলা কৌশল শেখানো হয়।