সহজ উপায়ে ইংরেজি গ্রামার নাম্বার শিক্ষার পদ্ধতি নাম্বার কয় প্রকার কি কি, রুলস ও সমস্ত কিছু বিবাবরণ সহ_ khulna tv

সহজ উপায়ে ইংরেজি গ্রামার NUMBER শিক্ষার পদ্ধতি NUMBER কয় প্রকার কি কি, রুলস সহ ও সমস্ত বিবাবরণ !

শিক্ষাঙ্গন

NUMBER

Number: যে word দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয়, তাকে Number বলে। সংখ্যা দ্বারা একটি বা একের অধিক বোঝানো হয়। তাই ইহা দুই প্রকার। যথাঃ-

1. Singular Number – ১ টি সংখ্যা বোঝায়। যেমনঃ- Book (বই)।

2. Plural Number – ১ এর অধিক বোঝায়। যেমনঃ- Books (বইগুলো)।

Singular Number-গুলোকে কতগুলো নিয়মে Plural Number করা যায়। নিয়মগুলো নিম্নরূপঃ-

Rule-1: সাধারনত Singular number এর শেষে ‘s’ যোগ করে Plural যায়। যেমনঃ-

Singular Plural
Pen (কলম) Pens (কলম গুলো)
Book (বই) Books (বই গুলো)
Boy (ছেলে) Boys (ছেলে গুলো)
Girl (মেয়ে) Girls (মেয়ে গুলো)
Tree (গাছ) Trees (গাছ গুলো)
Ship (জাহাজ) Ships (জাহাজ গুলো)

Rule-2: Singular Number এর শেষে s, sh, ch, x ও z থাকলে Plural করার সময় তাদের পরে es যোগ হয়। যেমনঃ-

Singular Plural
Bus Buses
Dish Dishes
Branch Branches
Box Boxes
Fez Fezes

Rule-3: Singular Number এর শেষে y থাকলে এবং y এর পূর্বে consonant এর যেকোন একটি letter থাকলে যেমন (Baby), Plural করার সময় y উঠিয়ে ies যোগ করতে হয়। যেমনঃ- 

Singular Plural
Baby Babies
Story Stories
Army Armies
Fly Flies

 Rule-4: Singular Number এর শেষে y থাকলে এবং y এর পূর্বে Vowel এর যেকোন একটি letter থাকলে যেমন (Boy), Plural করার সময় y এর পরে s যোগ করতে হয়। যেমনঃ- 

Singular Plural
Boy Boys
Day Days
Toy Toys

 Rule-5: Singular Number এর শেষে f বা fe থাকলে Plural করার সময় f বা fe উঠিয়ে ves যোগ করতে হয়। যেমনঃ- 

Singular Plural
Leaf Leaves
Wife Wives
Knife Knives
Loaf Loaves

ব্যাতিক্রমঃ

Singular Plural
Man (মানুষ) Men(মানুষ গুলো)
Woman (স্ত্রীলোক) Women (স্ত্রীলোক গুলো)
Foot (পা) Feet (পা গুলো)
Tooth (দাঁত) Teeth (দাঁত গুলো)
Mouse (ইঁদুর) Mice (ঈদুর গুলো)
Louse (উকুন) Lice (উকুন গুলো)
Ox (ষাড়) Oxen (ষাড় গুলো)
Child (শিশু) Children (শিশু গুলো)
Fisherman (জেলে) Fishermen (জেলেরা)
Datum (উপাত্ত) Data (উপাত্তগুল)

By খুলনা টিভি

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.