জহুরুল ইসলাম জয় : আজ ২৪-০৯-২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ১০.৩০ ঘটিকার সময় জলমা ইউনিয়ন ছয়ঘরিয়া গ্রামস্থ জনৈক সুলতানা আক্তারের বালি ভর্তি প্লটে মধ্যে জনৈক আইয়ুব মোল্লা (২৫), পিতা-মৃত মনতাজ মোল্লা, সাং-বিরাট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি-জিরো পয়েন্টের মোড় জনৈক কাদের সাহেবের রাইস মিল, থানা-লবনচরা, কেএমপি খুলনা এর লাশ উদ্ধার করে।
অনুসন্ধানে জানা যায়, মৃত আইয়ুব পেশায় ইজিবাইক চালক। গতকাল ২৩/০৯/২০২১ তারিখ বিকালে মৃত আইয়ুব যাত্রী নিয়ে চালনা যায়। ঐদিন রাত্র অনুমান ১০.৩০ ঘটিকার সময় সর্বশেষ ইজিবাইক মালিক মাসুদ রানাকে মৃত আইয়ুব মোবাইলে জানান সে চালনা ফেরিঘাটে আছে। তার কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ধারনা করা যাচ্ছে, রাত্র অনুমান ১০.৩০ ঘটিকা হতে সকাল ১০.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কাহারা জনৈক আইয়ুব কে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
মৃতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন আছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করছে।
খুলনা টিভি/khulnatv