জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাস ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃত্বিতে শ্রদ্ধা নিবেদন ও পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ সেনের সভাপতিত্বে ও সম্পাদক কুতুব উদ্দীনের সঞ্চলায় করেন্। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাধন। জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।