কপিলমুনি প্রতিনিধি: জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রায়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যঃ বার্ষিকী উপলক্ষে হরিঢালী যুব সংহতির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে! শুক্রবার সন্ধ্যায় কপিলমুনিস্থ হরিঢালী অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ রুহুল আমীন মল্লিকের সভাপতিত্বে ও মোঃ অদুদ গোলদারের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা মোঃ ওয়াজেদ আলী গোলদার, বিশেষ অতিথি মোঃ মাফিকুল মোড়ল, শুকুর আলী গাজী, মোঃ আবু সাঈদ মোড়ল, মোঃ কামাল হোসেন গাজী, মোঃ ফজর আলী সরদার, মোঃ হায়দার শেখ, মোঃ রেজাউল গাজী, মোঃ ফারুক বিশ্বাস, মোঃ মণি সরদার, মোঃ অহিদুল মোড়ল প্রমুখ।