পাইকগাছায় দুটি ইউনিয়নে জায়গা জমি নিয়ে সংঘর্ষে

পাইকগাছায় দুটি ইউনিয়নে জায়গা জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮

বাংলাদেশ

মোঃ জিয়াউদ্দীন নায়েব: খুলনার পাইকগাছায় জায়গা-জমি দখলেকে কেন্দ্রকরে দুটি ইউনিয়নে পৃথক সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি সোমবার সকালে চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে। এঘটনায় আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার রাড়ুলির কাঠিপাড়া বাজারের সোমবার সকালে জমি দখল নিয়ে আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হয়। আহতরা হলেন আবুল কাসেম মোড়ল(৬০),আইয়ুব আলী মোড়ল(৫২),শাহাজান মোড়ল(৫৮),শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষ মেজবার মোড়ল(৩৩),জাহাঙ্গীর মোড়ল(৪৫),বাবলা মোড়ল(৩০),জাহানারা বেগম(৫৫) আহত হয়।

আহত উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। অপরদিকে উপজেলার উত্তর গড়ের আবাদে সোমবার সকাল ১০ টার দিকে মোসলেহ উদ্দীন মোড়ল(৬৬) ও মোবারেক মোড়ল(৬৮) দের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মোবারেক মোড়লরা ঘর বাঁধতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হয়। জখমরা হলেন মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬),আলমঙ্গীর (৩৫),শাহ আলম(৪০),জাহাঙ্গীর আলম(৩০) মফেজ উদ্দিন( ৭০) প্রতিপক্ষের মোবারক মোড়ল(৬৮),হাবিবুর রহমান(৪৫),ওবাইদুল্লাহ (২৩),মজিদ মোড়ল (৫০) ও আবুল হোসেন(১৬)।

সকলেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

KhulnaTv

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.