সাব্বির হোসেন : ২৩ অক্টোবর ২০২১ তারিখ ১১:১০ ঘটিকার সময় র্যাব-৬(গাংনী ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন দৌলতদিয়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন দৌলতদিয়া বাসষ্ট্যান্ডের সীমান্ত পেট্রোলিয়ামের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মো: টগর আলী (৪০), পিতা- মো: নজরুল ইসলাম, সাং-রেলপাড়া(মল্লিক পাড়া), থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১০৫(একশত পাঁচ) লিটার দেশী বাংলা মদ উদ্ধার পূর্বক জব্দ করে
গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।