ওবায়দুল হক তালুকদার খুলনা প্রতিনিধি : খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত সংগীয় অফিসার ও ফোর্সসহ তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০২/০৯/২০২১ খ্রিঃ তারিখ ১৬.৫৫ টার সময় মামলার ঘটনাস্থল তেরখাদা থানাধীন পশ্চিম নলিয়ারচর গ্রামস্থ পদ্মবিল হতে তেরখাদাগামী পাঁকা রাস্তার উপর জনৈক মোঃ আলমগীর শেখ এর মুদি দোকানের সামনে রাস্তার বিপরীত পাশের্ থেকে আসামী ১। বাহারুল আলম শিকদার (৩৬), পিতা-খোরশেদ আলম শিকদার, মাতা- হাসি বেগম, সাং- নলিয়ারচর, থানা- তেরখাদা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হতে ০১ (এক) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা, যাহার মূল্য অনুমান ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং তার পরিহিত লুঙ্গির ডান কোচরে গোজা অবস্থায় একটি সাদা স্বচ্ছ এয়ারটাইট পলিপ্যাকের ভিতর রক্ষিত সর্বমোট ৫২ (বায়ান্ন) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেন। এসআই (নিঃ) সৌরভ কুমার দাস উক্ত মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ০২/০৯/২০২১ তারিখ ১৭.১৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে তেরখাদা থানার মামলা নং- ০২, তারিখ- ০২/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/১০ (ক) দায়ের করেন। উল্লেখ যে, আসামী বাহারুল আলম শিকদার (৩৬) এর নামে ০১ টি মাদক আইনে মামলা রয়েছে